রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় ও দুজন উপসর্গে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে তিনজন রাজশাহী জেলার বাসিন্দা। অপরজন পাবনা জেলার বাসিন্দা।
করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রামেকের দুই ল্যাবে মোট ৪৬৮টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৯ জন শনাক্ত হন।
রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন। রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ২৭ দশমিক ২২ শতাংশ। এর আগের দিন রাজশাহীতে শনাক্তের হার ছিল ২৪ দশমিক ১৬ শতাংশ।
প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৬০ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৪৫ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ১৫ জন। গত ২৪ ঘণ্টায় চারজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।