মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

রামপুরার একটি কেন্দ্র পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন রামপুরার বাসিন্দারা। তবে ভোটারদের উপস্থিতি বেশ কম। রামপুরার একটি কেন্দ্রে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ। অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি বেশ কম।

ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, ভোটের পরিবেশ খুব সুন্দর। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোটাররা ভোট দিচ্ছেন। সকালের দিকে ভোটার উপস্থিত ছিল বেশ কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ছে।

পূর্ব রামপুরা হাই স্কুলে স্থাপন করা একটি ভোট কেন্দ্রে ৪টি বুথে মোটা ভোটার রয়েছেন ২ হাজার ৩৯৮ জন। দুপুর ১২টা পর্যন্ত এখানে মাত্র ১৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ১টার দিকে সেই সংখ্যা বেড়ে ২০০ এর মতো হয়েছে বলে জানান দায়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসার।

কেন্দ্রটিতে দায়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসার নাঈমুজ্জামান বলেন, এখানে ভোটের পরিবেশ খুবই ভালো। নারী এখানে ভোট দিচ্ছেন। কোনো প্রকার ঝামেলা হয়রানি ছাড়াই তারা ভোট দিতে পারছেন।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ধীরে ধীরে ভোটারের সংখ্যা বাড়ছে। সকাল ১০টা পর্যন্ত মাত্র ৬০ জন ভোট দিয়েছিলেন। দুপুর ১২টায় ১৬০ জন হয়ে গেছেন। আমরা ধারণা করছি দুপুর ২টায় আড়াইশ’ ছাড়িয়ে যাবে।

রামপুরা সালামবাগ জামে মসজিদ ও জামিয়া আনওয়ারুল উলূম মাদরাসা ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ফয়সাল বার্ক। তিনি বলেন, আমার অধীনে ৪টি বুথ আছে। পুরুষ ভোটদের জন্য স্থাপন করা এই বুথগুলোতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭ জন। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৩৮ জন।

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কারো উপর কোনো ধরনের চাপ নেই।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ সেটা আমরা বলতে পারবো না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আমাদের ধারণা দুপুরের খাবারের পর ভোটারদের উপস্থিতি বাড়বে।

দিদার আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন মো. সামসুজ্জোহা। তিনিও ভোটের পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি বলেন, ভোট খুব স্বচ্ছ, সুন্দর ও ঝামেলা মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উপর কোনো ধরনের চাপ নেই।

ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত ৩০০ ভোট পড়েছে। এখানে পুরুষ ভোটদের জন্য ৪টি বুথ আছে। আর মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৪৭ জন।

ভোটার উপস্থিতি তুলনামূলক কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকার মানুষ ঘুম থেকে এমনি দেরিতে ওঠে। অনেকর নানা ধরনের কাজ থাকে। মানুষ কাজ শেষ করে ভোট দিতে আসছে। এজন্য সকালের দিকে ভোটার সংখ্যা তুলনামূলক কম ছিল। এখন আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়ছে। আমরা আশা করছি দিনশেষে ভালো ভোট পড়বে।

রামপুরার আর একটি ভোট কেন্দ্র গ্রিন গার্ডেন ল্যাবরেটরি হাই স্কুল। নারী ভোটারদের জন্য এখানে ৪টি বুথ রয়েছে। এই চার বুথে ভোটার সংখ্যা ১ হাজার ৭১০ জন। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১২৬ জন।

ভোট কেন্দ্রটিতে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করা মাহাবুবুর রহমান বলেন, আমাদের এখানে সবাই নারী ভোটার। সকালে নারীদের বাসায় বিভিন্ন কাজ থাকে। সংসারের কাজ গুছিয়ে নারীরা ভোট দিতে আসছেন। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। আমরা ধারণা করছি দুপুরে খাবার পর ভোটার সংখ্যা বেড়ে যাবে।

এদিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের কর্মী সমর্থকদের বেশ ভিড় রয়েছে। তারা গল্প-গুজব করে সময় পার করছেন।

পূর্ব রামপুরা হাইস্কুলের সামনে কথা হয় বেলাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি নৌকার সমর্থক। ভোটের পরিবেশ দেখার জন্য এখানে রয়েছি। ভোটাররা তুলনামূলক কম আসছে তবে এখানে কোনো ঝামেলা নেই। সবাই সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com