বাংলা৭১নিউজ,ঢাকা: রামপাল ইস্যুতে বাম দলগুলোর আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের আচরণ বুঝে বিএনপি মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে দাবি জানিয়েছেন তা সরকারে কিভাবে সারা প্রদান করে এটা পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা দেখছি, সরকার এটাকে কিভাবে নেয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা সব সময় বিএনপির বিরুদ্ধে স্বভাবসুলভ বক্তব্য দিয়ে থাকে। বেগম খালেদা জিয়া জাতীয় স্বার্থে জনগণের পক্ষে আন্দোলন করছে এবং এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছেন।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বেঁচে থাকার জন্য সুন্দরবন রক্ষা করা আমাদের দায়িত্ব। বিদ্যুৎ আমাদের দরকার। তবে সুন্দরবন ধ্বংস করে নয়। আমাদের বিকল্প পথ আছে। দেশের অন্য জায়গা আছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে।’
বাংলা৭১নিউজ/এসএইস