রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম বিপৎসীমার ওপরে তিস্তার পানি আঙুলের ছাপের সমস্যায় ৫ লাখের বেশি এনআইডি মাঠে আলোর স্বল্পতা, দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেও দেরি কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা টাঙ্গাইলে যুবকের হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, আহত ৮ সাত ম্যাচ পর হারের মুখ দেখলো বার্সেলোনা লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের যে বার্তা দিলেন রাষ্ট্রদূত ময়মনসিংহে ফের ট্রেন অবরোধ করে বিক্ষোভ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪ ও কাউন্সিলর মানিক ৫ দিনের রিমান্ডে লেবাননে ইসরায়েলি হামলায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জেলের মৃত্যু ছাত্রলীগের বিরুদ্ধে মামলা ও গণতদন্ত কমিশন গঠন করা হবে : হাসনাত তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ৩ হাজার মানুষ ভয়াবহ বন্যায় নেপালে নিহত শতাধিক মিয়ানমারে যাচ্ছেন ১২৩ বিজিপি-সেনা, ফিরছেন ৮৫ বাংলাদেশি সালমান-আনিসুল-নুর আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার কারাগারে মাহমুদুর রহমান

রামদা হাতে যুবলীগ নেতার মিছিল, ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গবালীতে রামদা (দেশি অস্ত্র) হাতে মিছিল করেছেন কাওসার ফরাজী নামের এক যুবলীগ নেতা। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ২৯ অক্টোবর উপজেলার মৌডুবী বাজারে বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচিতে এ ঘটনা ঘটে। কাওসার ফরাজী মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

রামদা হাতে যুবলীগ নেতার মিছিল করার ৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী আরিফ রহমান। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে করে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ছোট একটি সতর্কবার্তা।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে ভিডিওটি তিনি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন। এদিকে, রামদা হাতে নিয়ে যুবলীগ নেতার মিছিল করার বিষয়টিকে অতি উৎসাহী কর্মকাণ্ড বলছেন আওয়ামী লীগের কেউ কেউ।

ভিডিওতে দেখা যায়, বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মৌডুবি বাজারে একটি  মিছিল করা হয়। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন যুবলীগ নেতা কাওসার ফরাজী ও ছাত্রলীগের সাবেক নেতা আরিফ রহমান। এসময় রামদা উঁচিয়ে মিছিল করতে দেখা যায় যুবলীগ নেতা কাওসারকে।

এ বিষয়ে মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাওসার ফরাজী বলেন, বিএনপি-জামায়াত সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কি করব। যা করেছি দলের জন্য করেছি।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা নেই। তবে, এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com