বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

রামদা দিয়ে ভাই-ভাতিজাসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠাল ডাংরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসিম উদ্দিন (৫৫), তার ছেলে জহিরুল ইসলাম (২০) ও জহিরুলের চাচাতো ভাই আজিজুল হক (২৮)।আহতদের মধ্যে নিহত হাসিম উদ্দিনের ছেলে খায়রুল ও মাজহারুল ও মেয়ে পপিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বলেন, উপজেলার কাঁঠাল ডাংরি গ্রামের নওয়াব আলীর দুই ছেলে আব্দুর রশিদ ও হাসিম উদ্দিনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে দুইপক্ষ সালিশ ডাকে। কিন্তু সালিশে বসার আগেই বুধবার সকাল ৯টার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় আব্দুর রশিদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাসিম উদ্দিনের লোকদের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হয়।

এসপি আবিদ হোসেন আরও বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হাসিম উদ্দিনের ছেলে জহিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ায় পথে হাসিম উদ্দিন ও আজিজুল হক মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

moymonsing

এদিকে, ঘটনার পরপরই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা রামদা ও সাতটি বল্লমসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

বাংলা৭১নিউজ/এসআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com