শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

রাজাবাজারের আমবাগান বস্তিতে অগ্নিকাণ্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৪ মে, ২০১৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার পূর্ব রাজাবাজার এলাকার আমবাগান বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু ঘর।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেইটের কাছে গ্রিন সুপার মার্কেটের পেছনের ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের দশটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের পেছনে ওই বস্তিতে কীভাবে আগুন লাগে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে; তবে ক্ষয়কক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিতে গড়ে ওঠা ওই বস্তিতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনেকের বসবাস। কেউ আবার সেখানে ঘর তুলে স্থানীয় নিম্ন আয়ের মানুষকে ভাড়া দিয়েছেন।

আগুন লাগার পর আতঙ্কিত বস্তিবাসীর মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টায় ছুটোছুটি শুরু হয়ে যায়। কাউকে কাউকে দেখা যায় যৎসামান্য সম্বল আগুন থেকে বাঁচিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।

বস্তির বাসিন্দা রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, “আমার বাসার সবাই বেরিয়ে আসতে পেরেছি। তবে টাকা-পয়সা, জিনিসপত্র যা ছিল সব গেছে।”

আফজাল হোসেন নামের একজন জানান, বৈদ্যুতিক তার থেকে একটি ঘরে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

মো. জাহাঙ্গীর নামের আরেকজন বলেন, “আমরা ঘুমায় ছিলাম। ঘুম থেকে উইঠ্যা দেখি আগুন। ঘুম থেইক্যা উঠতে যতটুক দেরি, আগুন বাড়তে দেরি নাই।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আমবাগনে যান। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তারা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রামপুরায় রিয়াদ হোটেলে আগুন লাগার খবর পাওয়ার যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে নিয়ন্ত্রুণ কক্ষ থেকে জানানো হয়েছে।

কীভাবে ওই হোটেলে আগুন লেগেছিল, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com