শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

রাজাবাজারের আমবাগান বস্তিতে অগ্নিকাণ্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৪ মে, ২০১৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার পূর্ব রাজাবাজার এলাকার আমবাগান বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু ঘর।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেইটের কাছে গ্রিন সুপার মার্কেটের পেছনের ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের দশটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের পেছনে ওই বস্তিতে কীভাবে আগুন লাগে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে; তবে ক্ষয়কক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিতে গড়ে ওঠা ওই বস্তিতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনেকের বসবাস। কেউ আবার সেখানে ঘর তুলে স্থানীয় নিম্ন আয়ের মানুষকে ভাড়া দিয়েছেন।

আগুন লাগার পর আতঙ্কিত বস্তিবাসীর মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টায় ছুটোছুটি শুরু হয়ে যায়। কাউকে কাউকে দেখা যায় যৎসামান্য সম্বল আগুন থেকে বাঁচিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।

বস্তির বাসিন্দা রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, “আমার বাসার সবাই বেরিয়ে আসতে পেরেছি। তবে টাকা-পয়সা, জিনিসপত্র যা ছিল সব গেছে।”

আফজাল হোসেন নামের একজন জানান, বৈদ্যুতিক তার থেকে একটি ঘরে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

মো. জাহাঙ্গীর নামের আরেকজন বলেন, “আমরা ঘুমায় ছিলাম। ঘুম থেকে উইঠ্যা দেখি আগুন। ঘুম থেইক্যা উঠতে যতটুক দেরি, আগুন বাড়তে দেরি নাই।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আমবাগনে যান। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তারা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রামপুরায় রিয়াদ হোটেলে আগুন লাগার খবর পাওয়ার যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে নিয়ন্ত্রুণ কক্ষ থেকে জানানো হয়েছে।

কীভাবে ওই হোটেলে আগুন লেগেছিল, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com