বাংলা৭১নিউজ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই হত্যাকারীরা পালিয়ে যায়।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
ওসি আরো বলেন, নিহতের ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। পেছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের আলামত দেখে ধরে নেয়া হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এটি কোনো জঙ্গি সংগঠনের দ্বারা ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের ভগ্নিপতি মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন অধ্যাপক রেজাউল। নগরীর শালবাগান মোড়ে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার কথা ছিলো তার। কিন্তু তার আগেই বাসার অদূরে গলির ভেতর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এমএম