বাংলা৭১নিউজ, ঢাকা: বিপিএলের ফাইনালে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস।
আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।
১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী কিংস। ফলে ৫৬ রানে জয় পায় ঢাকা।
রাজশাহীর ব্যাটসম্যানদের মধ্যে আউট হয়েছেন আবু জায়েদের বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে নুরুল হাসান সোহান (৫), রান আউট হন সাব্বির রহমান (২৬), সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন মুমিনুল হক (২৭), সানজামুল ইসলামের বলে জেমস ফ্রাঙ্কলিন (৫), সাকিব আল হাসানের বলে ড্যারেন স্যামি (৬), আবু জায়েদের বলে মেহেদী হাসান মিরাজ (১), ব্রাভোর বলে বোল্ড হয়ে যান ফরহাদ রেজা (২)।
এর আগে ঢাকার ইনিংসে এভিন লুইস ৩১ বলে ৮ চারের সমন্বয়ে ৪৫ রান করেন। কুমার সাঙ্গাকারা ৩৬ রান করেন। ১৩ রান করেন ডোয়াইন ব্রাভো। সাকিব ১২ রান করেন। এ ছাড়া সানজামুল ইসলাম ১২ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। ফলে ফাইনালে বড় সংগ্রহও পায়নি ঢাকা।
বল হাতে রাজশাহীর ফরহাদ রেজা ৩টি উইকেট নেন।
বাংলা৭১নিউজ/সিএইস