বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূবালী ব্যাংকে প্রথম নারী ডিএমডি সুলতানা সরিফুন নাহার পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার নির্বাচনে প্রার্থিতার বয়স ২১ করার সুপারিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন বিদায়ী ভাষণে ধনকুবেরদের নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন দূষণে আজও শীর্ষে ঢাকা যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৩০ বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম আজ কারামুক্ত হচ্ছেন বাবর ‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান

রাজবাড়ীতে র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব কর্মকর্তাসহ আটক ৪

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় চাদা নিতে এসে র‌্যাবের হাতে আটক হয়েছে র‌্যাবের ভুয়া ক্যাপটেনসহ চার সদস্য।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ রইচ উদ্দিন জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া ক্যাপ্টেইনসহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, মোঃ তৌহিদুল ইসলাম শুভো (২১), মোছাঃ রিক্তা খাতুন (২০), মোঃ ওয়াসিম আকরাম (২০), মোঃ সোহেল রানা (২৫)।
আটককৃত মোঃ তৌহিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে র‌্যাবে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। আটককৃত ব্যক্তিদের কথা-বার্তা ও আচরণ বিধি সন্দেহ জনক হলে উক্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে জানা যায় , তারা সকলেই র‌্যাবে কর্মরত ভূয়া র‌্যাব সদস্য। আটককৃত ব্যক্তিদেরকে বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করেছে।
এ সময় তাদের ব্যাবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার, এক জোরা হ্যান্ডকাপ,ছয়টি মোবাইল, একটি বাশি নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

RAJBARI NEWS---05--07--1

সংসদ সদস্য পুত্রের উপর বোমা হামলা চেষ্টাকারীর বিচারের দাবীতে মানববন্ধন

বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের পুত্রের উপর বোমা হামলা চেষ্টাকারীর বিচারের দাবীতে মানব বন্ধন করেছে ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা।
শনিবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানব বন্ধন কর্মসুচী পালিত হয়।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিবের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহিদুল ইসলাম মারুফ, কালুখালী উপজেলার আহব্বায়ক জাহিদুল ইসলাম মারুফ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্ররীগের সভাপতি শামছুলসালেহীন অপু, সাধারন সম্পাদক রুহুল আমীন, সৈয়দ আল মাসুদ, মোঃ আবুল হাসনাত রানা, আল মামুন আরজু, এসএম মইনুল ইসলাম, ছাত্রনেতা আল মামুন আরজু, প্রমুখ।
বক্তারা এ সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের পুত্র আশিক মাহমুদ মিতুলের উপর বোমা হামলা চেষ্টাকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য গত ৩০ জুলাই সন্ধ্যায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিল্লুল হাকীমের বাড়ির সামনে তার পুত্রের গাড়িতে বোমা হামলা করতে গিয়ে ককটেল বোমাসহ জনতার হাতে ধরা পড়ে জাহিদুল হাসান সবুজ নামের এক যুবক।

দৌলতদিয়ায় দালালদের হাতে ফেরির জাল টিকিট, রাজস্ব ক্ষতির আশংঙ্কা

বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: দৌলতদিয়া ঘাটে ট্রাককের ফেরি পারাপারের বিআইডব্লিউটিসি’র টিকিট জাল করার অভিযোগ পাওয়া গেছে। ১ হাজার ৭ শ টাকার বিনিময়ে দালাল চক্রের এক সদস্য এক ট্রাক চালককে একটি জাল টিকিট ধরিয়ে দিলে বিষয়টি ধরা পরে কর্তৃপক্ষের কাছে। এ ব্যাপারে ইউছুপ আলী মোল্লাকে (৩৪) প্রধান এবং আরো অজ্ঞাত ৬/৭ জন দালালকে আসামী করে শনিবার গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দিয়েছেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যাবস্থাপক (বানিজ্য) মো. শফিকুল ইসলাম। ইউছুপ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পারা হেলিপ্যাড এলাকার উম্বার মোল্লার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটে টার্মিনাল সুপারিন্টেন্ডেন্ট নুর মোহাম্মদ ভূঁইয়া ট্রাক ফেরিতে উঠার আগে টিকিট পরীক্ষা করছিলেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ট-১১-২০৯৩ নং মালবাহি একটি ট্রাকের টিকিট দেখে তার সন্দেহ হয়। টিকিটটি জাল বলে তিনি নিশ্চিত হন। এ সময় ট্রাকের চালক ফয়সাল আহমেদ রুবেল (২৯) জানায় ইউছুব আলী মোল্লা নামের এক দালালের কাছ থেকে ১ হাজার ৭শ টাকার বিনিময়ে তিনি এ টিকিট কিনেছেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টিকিট উদ্ধার করে। পরবর্তীতে ট্রাক চালক পুনরায় টিকিট ক্রয় করে ফেরিতে উঠে নদী পারাপার হন। এদিকে দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ট্রাক কাউন্টারকে ঘিরে শক্তিশালী দালাল চক্র সক্রিয়। এদের মাধ্যম ছাড়া কাউন্টারের আশপাশে যেতে পারেন না ট্রাক চালকরা। এ চক্রের সদস্যরা ১০৬০ টাকার টিকিট ১৮০০ থেকে ২৫০০ টাকার বিনিময়ে ট্রাক চালকদের কাছে বিক্রি করে থাকে। এ অবস্থায় তারা যদি জাল টিকিট সরবরাহ করে থাকে তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট থেকে রাজস্ব আয় চরম ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করেন সংশিষ্টরা। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যাবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অতীতেও এরকম ঘটনা কর্তৃপক্ষের কাছে ধরা পড়েছে। এ ধরনের কাজ যাতে কেউ না করতে পারে এ ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com