বাংলা৭১নিউজ,(রাজবাড়ী)প্রতিনিধি:রাজবাড়ীতে অতি বর্ষণ ও পদ্মায় ফের পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের ভেতরের অংশেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে বাঁধের নিচে বসবাসরত জন সাধারণের ঘরবাড়ি ও আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ। গত কয়েক দিনের টানা বর্ষণে ঘর থেকেই বের হতে পারছেন না দিন মজুররা। তৃতীয় দফা বন্যায় রাজবাড়ীবাসী দু’মাসেরও বেশি সময় ধরে ভোগান্তিতে পড়েছিলেন। নতুন করে প্রবল বৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে।
এদিকে ফসলি মাঠগুলো থেকে পুরোপুরি পানি না নেমে যাওয়ায় ফসল বুনতে পারছেন না কৃষকরা। এতে আগামী শীত মৌসুমে শীতকালীন ফসল ও সবজি আবাদ চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা।
নিম্নাঞ্চলের বাসিন্দরা বলেন, ‘প্রতিদিন অতি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে তাদের আশেপাশের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে আজ কয়েকমাস ধরে সমস্যার ভেতর দিয়ে বসবাস করতে হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি