রাজধানীর মুগদা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব। আজ বৃহস্পতিবার ভোরে উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, কতিপয় মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি টিম উত্তর মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে কামাল, রহিমা ও রাজিবকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়।
মুগদা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ, পিপিএম এর নির্দেশনায় এডিসি সবুজবাগ মো. আকতারুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ