রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
শনিবার (২৩ এপ্রিল) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- ইমরান মাতুব্বর ও পারভেজ ইসলাম।
সাইফুল আলম বলেন, কয়েকজন ব্যক্তি জিন্দাবাহার পার্ক এলাকায় ট্যাপেনটাডোল ট্যাবলেট বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- গ্রেফতাররা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা নিয় এসে অন্যদের কাছে বিক্রি করে থাকে। গ্রেফতারদের বিরুদ্ধে কোতায়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ