বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টিফিনে দুধ-ডিম-ফল পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা, একনেকে প্রকল্প জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্রের প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৯ এসআই-এএসআইদের মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেবে সরকার ইতালির উপকূলে নৌকাডুবি, ৪০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ মাঠ পর্যায়ের পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি ময়মনসিংহের ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত এবি ব্যাংকের ইফতার মাহফিল প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিরাপত্তা নিয়ে আলোচনা সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের শাস্তির দাবি পরিবারের গাজীপুরে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি বোরকা পরে পালানোর সময় ‘ধর্ষক’কে ধরে গণপিটুনি খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত বিশ্ব বাজারে সোনার দাম আরও বাড়লো বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, সুযোগ নিচ্ছে চীন এসএসসির গণিত পরীক্ষা পেছাল, নতুন রুটিন প্রকাশ

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৯

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র্যাবের টহল দল দায়িত্ব পালন করেছে।

এ সময়ে মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি দল দায়িত্ব পালন করে। টহল দলগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল দল ৪৭৯টি, ফুট পেট্রোল দল ৭৩টি ও হোন্ডা পেট্রোল দল ১১৫টি।

এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে তিনজন ডাকাত, আটজন পেশাদার ছিনতাইকারী, দুইজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৭ জন মাদককারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, দুটি মোবাইল ফোন, একটি গাড়ি, একটি অটোরিকশা ও নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৬১৩ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৯০ গ্রাম গাঁজা।

২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com