বাংলা৭১নিউজ,রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম শুভ চাকমা (৪০) ওরফে গিরি। এ সময় রমেশ চাকমা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সকালে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এগারল্যাছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ চাকমা (গিরি) ইউপিডিএফের একজন সহকারী পরিচালক ছিলেন। তিনি দুর্গম পাহাড়ি এলাকা এগারল্যাছড়ায় থাকতেন।
সূত্র জানায়, নানিয়ারচর উপজেলা সদর থেকে অন্তত ১৫-১৬ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকা এগারল্যাছড়ায় একটি বাড়িতে অবস্থান করছিলেন শুভ চাকমাসহ কয়েকজন।
সেটি জেনে সেখানে অতর্কিত হানা দেয় প্রতিপক্ষের মুখোশ পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী। তারা বাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শুভ চাকমা মারা যান। গুলিবিদ্ধ রমেশ চাকমা পালাতে সক্ষম হন। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থল গেছে একদল পুলিশ।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এতে কারা জড়িত, তা বিস্তারিত জানা যায়নি। মরদেহ উদ্ধারে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস