সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমি চাষে বাংলাদেশিদের বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক দুই হাজার কোটি টাকার সম্পদের বিষয়ে আদালতকে যা বললেন হেনরী বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ চুলা জ্বলছে না, শিল্পের অবস্থাও শোচনীয়: গ্যাস সঙ্কট আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে জবির প্রধান গেটে তালা চট্টগ্রামে ডাকাতি-মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত বাড়িতে ঢুকে উল্টে গেলো ট্রাক, ঘুমন্ত নারী নিহত ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাঙামাটিতে বিশুদ্ধ খাবার পানি ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাঙামাটি প্রতিনিধি:
বিপর্যয় দেখা দেওয়ায় রাঙামাটিতে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। সোমবার থেকে বিদ্যুৎ না থাকায় জ্বালানি তেলের চাহিদাও বেড়ে গেছে। এরইমধ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এছাড়া বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম।
খোঁজ নিয়ে দেখা যায়, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা অস্বাভাবিকের হওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী রাঙামাটি শহরে নিত্যপণ্যের দাম বাড়িয়ে। ঠিকই এমনই অভিযোগ ক্রেতাদের। চাল, ডাল, মোম, ভোজ্য তেল, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। বেড়েছে অভ্যন্তরীণ গাড়ি ভাড়াও।
বনরুপায় বাজার করতে আসা কনক দেবনাথ জানান, ৫০ টাকার চালের দাম ৭৫ টাকা হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। ১৫ টাকার আলু দেখছি ৩৫ টাকা হয়ে গেছে। এছাড়া সকল নিত্য পণ্যের দাম হঠাৎ বেড়েছে। এভাবে চলতে থাকলে রাঙামাটির মানুষ খাদ্য সংকটে ভুগবে।
রাঙামাটির সহকারী কমিশনার (ভূমি) এসএস মনিরুজ্জামান বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দুর্যোগ বিপর্যয়ের সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে। নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৩০০ মিটার রাস্তার অংশ ধসে পড়েছে। রাস্তা ঠিক করতে আরও তিন-চারদিন সময় লাগতে পারে। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত কাপ্তাই হয়ে বোটে করে মানুষ চলাচল করছে।
অভ্যন্তরীণভাবে শহরের যোগাযোগ ব্যবস্থা সচল আছে। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়িয়েছে চালকরা।
এদিকে সোমবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় শহরের পরিস্থিতি এখন পুরো অস্বাভাবিক। রাঙামাটির বিদ্যুৎ বিভাগ দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার জন্য কাজ করতে দেখা যাচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।
নিম্নভাপের প্রভাবে গত সোমবার সকাল থেকে টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসে বিপর্যয়ের কারণে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তৃতীয় দিনের উদ্ধার কাজে নিখোঁজ সেনা সদস্য আজিজুর রহমান ও অন্য চার সেনা সদস্যসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com