বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার এক ব্যক্তি টাঙ্গাইলে সড়কের পাশে পড়ে ছিল মাংস ব্যবসায়ীর মরদেহ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির নীতিমালা জারি রতন টাটা মারা গেছেন নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ড. ইউনূসের ‘রিসেট বাটন’, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর টানা চারদিনের ছুটি শুরু দুর্গোৎসবের মহাসপ্তমী আজ দুর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় রোববার ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন, ২০ লাখ পরিবার বিদ্যুৎহীন ব্যাংক বন্ধ আজ একদিনে আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর

রাঙামাটিতে চালককে মারধর, প্রতিবাদে সিএনজি ধর্মঘট

রাঙামাটি প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮ বার পড়া হয়েছে

রাঙামাটিতে মো. আবুল হোসেন নামে (৪৫) এক সিএনজি চালককে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরে সিএনজি ধর্মঘট চলছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের আসামবস্তীর রাঙাপানি এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে যাত্রী নিয়ে আসামবস্তীর রাঙাপানি এলাকায় পৌঁছালে একদল যুবক মো. আবুল হোসেনের গাড়িরোধ করে। এ সময় যুবকরা চারপাশ থেকে ঘেরাও করে চালককে টেনে হিঁচড়ে সিএনজি থেকে নামাতে চাই। এছাড়াও আরও কিছু যুবক তার গাড়ি ভাঙতে শুরু করে। 

তবে চালক প্রাণে বাঁচতে গাড়ি দ্রুত চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। কিন্তু তার আগে গাড়ির সব গ্লাস ভেঙে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তার আগে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে ক্ষোভ দেখা দেয় স্থানীয় সিএনজি চালকদের মধ্যে। তাৎক্ষণিক শহরে মাইকিং করে সিএনজি চালক আবুল হোসেনকে মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা করে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার।

চালককে মারধরের প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে রাঙামাটি শহরে বন্ধ বয়েছে সিএনজি চলাচল। তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা। সিএনজি চলাচল না করার কারণে অনেকটা বিপাকে পড়েছেন স্থানীয় সাধারণ অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে সিএনজি চালকরা। তারা কখনো গাড়ি পুড়িয়ে দিচ্ছে। কখনো ভাঙচুর করছে। চাঁদার জন্য তাদের এমন উৎপাত বেড়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. কবির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে গত শুক্রবার রাঙামাটি আসামবস্তী ও কাপ্তাই সড়কের আগর বাগান এলাকায় চাঁদা না পেয়ে মো. কামাল হোসেনের সিএনজি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com