রাকিম কর্নওয়ালের করা প্রথম ওভারেই তছনছ হয়ে গেছে বাংলাদেশের টপ-অর্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম তিন বলেই তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তকে।
তার ওভারের প্রথম বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তামিম ইকবাল। প্রথম ইনিংসে ৯ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন খালি হাতে।
তামিমের বিদায়ে ব্যাট করতে নেমে একটা বল কোনোমতে সামলেছেন, পরের বলেই ক্যাচ দিয়েছেন স্লিপে থাকা জার্মেইন ব্ল্যাকউডের হাতে।
প্রথম ইনিংসে ৫৮ বলে ২৫ রান করা শান্ত ধৈর্যহারা হয়েছেন দ্বিতীয় বলেই। তার খেসারতে খালি হাতেই ফিরতে হয়েছে সাজঘরে।
এর আগে মেহেদী মিরাজের ৪ উইকেটে প্রথম ইনিংসে সফরকারীরা অল-আউট হয়েছে ২৫৯ রানে। তাতে ১৭৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিকরা।
বাংলা৭১নিউজ/এমএস