প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। অনেক দিন ধরে গুঞ্জনে উড়ছে, রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে খুশির। তবে এখনো বলিউডে পা রাখেননি এই তারকা সন্তান।
এদিকে গুঞ্জন উড়ছে, ইন্দো-কানাডিয়ান রকস্টার এপি ধিলোনের সঙ্গে প্রেম করছেন খুশি কাপুর। কয়েক দিন আগে এ শিল্পীর একটি গান মুক্তি পেয়েছে। এ গানকে কেন্দ্র করে ছড়িয়েছে এ জুটির প্রেমের গুঞ্জন।
মূলত, ‘ট্রু স্টোরিজ’ শিরোনামের এই র্যাপ গানে গায়ক একাধিক স্থানে ‘খুশি কাপুর’ নামটি ব্যবহার করেছেন। তারপরই প্রশ্ন উঠেছে, বলিউডে এত নায়িকা থাকতে শ্রীদেবী কন্যার কথাই কেন গানে রাখলেন ত্রিরিশ বছর বয়সী এই রকস্টার? তাহলে কি দু’জনের মধ্যে কোনো সম্পর্কের সূত্রপাত হয়েছে?
রকস্টারের সঙ্গে প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও মুখে কুলুপ এঁটেছেন খুশি কাপুর।
বাংলা৭১নিউজ/এসএইচবি