বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

রংপুর সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রংপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

রংপুরে সাংবাদিক সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু। মাজহারুল যমুনা টিভির রংপুর প্রতিনিধি।

মামলার অপর দুই আসামি হলেন- রসিকের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি (৫০) এবং নুর মোহাম্মদ (৫৫)।

সম্প্রতি যমুনা টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে ওয়ার্ড কাউন্সিলর শিপলুকে ভূমিদস্যু আখ্যায়িত করে, সরকারিদলের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি ও সাধারণ মানুষকে হয়রানি, মাদকের কারবারসহ বিভিন্ন অপরাধ সংগঠনের দীর্ঘ একটি প্রতিবেদন প্রচার হয়।

ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপুল বলেন, যমুনা নিউজে আমার বিরুদ্ধে প্রচারিত সব অভিযোগ ভিত্তিহীন। আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সম্প্রতি সিটি নির্বাচনে আমার কাছে ভোটে হেরে যাওয়া এক প্রার্থীর সঙ্গে যোগসাজশে উদ্দেশ্যমূলক এই সংবাদ প্রচারের পর বুধবার দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছি।

এদিকে বাদীর আইনজীবী এসএম মাহামুদুল হক সেলিম ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে। অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক।

এ বিষয়ে যমুনা টিভির রংপুর প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যেই এ মামলা হয়েছে। প্রচারিত প্রতিবেদনে যমুনা টেলিভিশন কোথাও নিজের কোনো কথা বলেনি। আদালতের রায় ও মামলার নথিপত্র, ভুক্তভোগী জনসাধারণের বক্তব্যের কিছু অংশ প্রচার করেছে মাত্র। এ কারণে কাউন্সিলর শিপলু আমাকেসহ তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগের মামলা করা নূর মোহাম্মদ এবং সাবেক কাউন্সিলর শাফিকে আসামি করে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছেন।

তিনি আরও বলেন, কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু নিজেই দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি যখন মামলা করেন তখন তার বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট আছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। একজন ওয়ারেন্ট এবং দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে আদালতে সশরীরে হাজির হয়ে মামলা করে সেটি দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে যমুনা টিভির এই প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে ওয়ার্ড বাসীর ব্যানারে নগরীর দর্শনা মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com