বাংলা৭১নিউজ, রংপুর : চলতি রবি মৌসুমে রংপুর এলাকায় সরিষার ভালো ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে জানা যায়, চলতি মাসে চর এলাকায় ফসল কাটার মৌসুম শুরু হয়েছে। একই সাথে মূল ভূখন্ডে চলতি মাসে ফসল কাটা শুরু হবে।
মার্কেট সূত্রে জানা যায়, স্থানীয় মার্কেটগুলোতে ফসল কাটা মৌসুমের শুরুতে সরিষার দাম মণ প্রতি ২ হাজার ২৫০ টাকা থেকে নেমে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানপালন বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ মেজবাউল ইসলাম বলেন, কৃষক ইতিমধ্যে মাঠ থেকে সরিষা ফসল উত্তোলন শুরু করেছে। আগামী মাসে উত্তোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, কৃষক ৪৪ হাজার ৭০৫ হেক্টর কৃষি জমির মধ্যে ৩৮ হাজার ৫২৫ হেক্টর জমিতে এ মৌসুমে সরিষা আবাদ করেছেন। এবছর প্রায় ৫৪ হাজার ৯৮৭ টন সরিষা উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে চলতি রবি মৌসুমে এই এলাকায় তৈলবীজ আবাদ তুলনামূলভাবে কম হতে পারে।
তিনি বলেন, রবি শস্যের বহুমাত্রিক ফলনের কারণে এ বছর হয়তোবা সরিষার নির্ধারিত উৎপাদন টার্গেট পূরণ নাও হতে পারে। বিগত বছরের চেয়ে এবার বেশীরভাগ জমিতে আমন ধানের আবাদ হয়েছে।
তিনি বলেন, চলতি রবি মৌসুমে রংপুরে ৭ হাজার ২শত হেক্টর, গাইবান্ধায় ৯ হাজার ৪৭৫ হেক্টর, কুড়িগ্রামে ১৬ হাজার ১৫০ হেক্টর, লালমনিরহাটে ১ হাজার ৭৩০ হেক্টর ও নীলফামারীতে ৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
আরডিআরএস কর্মকর্তা মামুনর রশীদ বলেন, কৃষক বেশী পরিমাণ সরিষা পেতে বারি শ্রেণীর উচ্চ ফলনশীল সরিষার বীজ ব্যবহার করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, কৃষক এবার উচ্চ ফলনশীল সরিষার বেশি উৎপাদন প্রত্যাশা করেন।
বাংলা৭১নিউজ/এম