সোমবার, ১৭ জুন ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

যেভাবে হেনস্থা হলেন ফেনী-২ আসনে বিএনপি প্রার্থী ভিপি জয়নাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ২০৩ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারে জয়নাল আবেদিন।

বাংলা৭১নিউজ,ঢাকা: ভোটের দিন সকাল। ফেনী-২ আসনে লড়তে তৈরি হচ্ছেন বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন, যিনি ভিপি জয়নাল নামেই বেশি পরিচিত।কিন্তু ভোর বেলা থেকেই তার টেলিফোনে আসতে শুরু করলো একের পর এক ফোন কল।কলাররা সবাই জানতে চাইছে তারা কি ডিসকাউন্ট অফার গ্রহণ করে আইফোন-৮ বা শাওমি রেডমি নোট-৬ ফোনগুলো কিনতে পারবে?

প্রথম দিকে এই কলগুলোকে খুব একটা পাত্তা না দিলেও যে হারে ফোন আসতে শুরু করলো, তাতে মি. আবেদিন বুঝতে পারলেন যে কেউ তার ফোন নাম্বারটিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে তিনি ভোটের সময় তার নির্বাচন কর্মীদের সাথে যোগাযোগ করতে না পারেন।সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীকে নাজেহাল করার এমন অভিনব কৌশলের ঘটনা এর আগে জানা যায়নি।

বিবিসি বাংলার সাথে সেই অভিজ্ঞতা বর্ণনা করে জয়নাল আবেদিন জানান, “গত ৩০শে ডিসেম্বর দুটি জাতীয় পত্রিকার ভেতরের পাতায় নামীদামী কোম্পানির মোবাইল ফোন সেটের ওপর ‘ডিসকাউন্ট’ অফার দিয়ে বিজ্ঞাপন ছাপানো হয়।

কিন্তু সেই বিজ্ঞাপনে আমার বর্তমান ফোন নম্বর এবং আমার একটি পুরোনো নাম্বার, যেটি আমি এখন ব্যবহার করি না, সেগুলো ছাপিয়ে দেয়া হয়।”পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হয় তাতে বলা হয়, ১৭,৯৯৯ টাকার শাওমি রেডমি নোট-৬ ডিসকাউন্ট দিয়ে বিক্রি হবে ৭,০০০ টাকায়।

পত্রিকায় ছাপানো চারটি বিজ্ঞাপন।‌পত্রিকায় ছাপানো চারটি বিজ্ঞাপন।

যে আইফোন-৮ এর দাম ৯২,০০০ টাকা সেটি বিক্রি হবে মাত্র ৩২,০০০ টাকায়।দুটি সেকেন্ডহ্যান্ড মোটর সাইকেলও বিপুল হারে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার কথা বিজ্ঞাপনগুলিতে ঘোষণা করা হয়।

ভোটের দিনের সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে মি. আবেদিনের ছেলে জাবেদ ইকবাল বলছিলেন, নির্বাচনের দিন ভোরবেলা থেকেই মি. আবেদিনের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে সারাক্ষণ ফোন আসতে থাকে।

“কলাররা এমন সব ডিসকাউন্টের কথা বলছিল, যার সম্পর্কে আমাদের কোন ধারণাই ছিল না। এসব কলের অত্যাচারে আমরা না পারছিলাম নেতাকর্মীদের কল রিসিভ করতে, না পারছিলাম কাউকে ফোন করতে।” “পরে একসময় একজন কলারের সাথে বিস্তারিত কথা বলে জানতে পারলাম পুরো ঘটনা,” বলছিলেন জাবেদ ইকবাল।

পত্রিকা দুটির ভেতরের পাতায় যে চারটি বিজ্ঞাপন ছাপা হয়েছে তাতে বিএনপি প্রার্থীর দুটি মোবাইল নাম্বার ছাড়াও আরও একটি ফোন নাম্বার দেয়া হয়েছে যেটি এক সময় ব্যবহার করতেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুহাম্মদ মোশাররফ হোসেন।

“এবারের নির্বাচনে আমরা নানামুখী চাপের মধ্যে ছিলাম,” বলছিলেন জাবেদ ইকবাল , “ভোটের সময় প্রতিপক্ষ নানা ধরনের চাল চেলে থেকে। কিন্তু এধরনের কৌশলের কথা আমরা কল্পনাও করতে পারিনি।” কে বা কারা এই কাজ করেছে সে সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও বিষয়টি নিয়ে তদন্ত করে কোন লাভ হবে না বলে মনে করছেন না মি. ইকবাল।

অধ্যাপক জয়নাল আবেদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন।ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী পেয়েছেন দুই লাখ ৯০ হাজার ৬৬৮ ভোট।

আর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী ধানের শীষের প্রার্থী মি. আবেদিন এবার পেয়েছেন মাত্র পাঁচ হাজার ৭৮৪ ভোট।

সূত্র:বিবিসি বাংলা/বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com