বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হায়াত ওরফে দীপু খালাসী তার নিজ বাসভবনে গড়া স্যাটেলাইট কেবল নেটওয়ার্কের কন্ট্রোল রুমে পল্লি বিদ্যুৎ লাইনের মেইন তার থেকে সরাসরি অভৈধ সংযোগ নিয়ে গত তিন বছরে প্রায় ৬ লাখ টাকার বিদ্যুৎ চুরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ২টায় জেলার কানাইপুর পল্লি বিদ্যুৎ অফিসের একটি টিম অভিযান চালিয়ে উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। কানাইপুর পল্লি বিদ্যুৎ সমিতির ইসি শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন। অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী যুবলীগ নেতা মঞ্জুরুল হায়াত ওরফে দীপু খালাসী উপজেলা সদরে বি.এস. ডাঙ্গী গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দিন খালাসীর ছোট ছেলে। গোপন সংবাদে কানাইপুর পল্লি বিদ্যুৎ সমিতি বুধবার অভিযান পরিচালনা করেন। এতে ওই যুবলীগ নেতা গত ৩ বছরে প্রায় ৬ লাখ টাকার বিদ্যুৎ চুরি করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের টিম লিডার ইসি শফিকুল ইসলাম বলেন, “ বিদ্যুৎ অফিসের ফরমালিটি মোতাবেক প্রথমে অবৈধ সংযোগকারীর নামে নোটিং করা হবে, পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে”।
এ ব্যপারে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী যুবলীগ নেতা মঞ্জুরুল হায়াত ওরফে দীপু খালাসীকে তার মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা পল্লি বিদ্যুৎ অফিস সূত্র জানান, গত তিন বছর আগে উক্ত যুবলীগ নেতা স্যাটেলাইট কেবল নেটওয়ার্কের (ডিস লাইনের) ব্যবসা শুরু করেন। এ ব্যবসা প্রতিষ্ঠানের নামকরন করা হয় ‘এস.বি. স্যাটেলাইট কেবল নেটওয়ার্ক’। এ কেবল নেটওয়ার্কের (ডিস লাইনের) ব্যবসাটির প্রসার পুরো উপজেলা জুড়ে। এ ব্যবসার কন্ট্রোল রুম গড়া হয় যুবলীগ নেতার নিজ বাড়ীর দ্বিতল ভবনে। আর উক্ত নেতার বাসভবনের পাশ দিয়ে পল্লি বিদ্যুত লাইনের খুটির সাথে কেবল নেটওয়ার্ক এর একটি এমডি ফায়ার বক্স ঝুলিয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধ সংযোগকারী তার বক্সের ভিতর দিয়ে সুকৌশলে বের করে বাড়ীর কন্ট্রোল রুমে সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছিল যুবলীগ নেতা।
সূত্র জানান, স্যাটেলাইট কেবল নেটওয়ার্কের (ডিস লাইনের) কন্ট্রোল রুমে প্রতিমাসে অন্ততঃ ২০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল হওয়া স্বাভাবিক। কিন্ত উক্ত যুবলীগ নেতা বাড়ীর মিটারের প্রতিমাসে বিল হচ্ছিল এক হাজার টাকারও অনেক কম। এতে দীর্ঘ দিন ধরে অফিস কর্মীরা বিদ্যুৎ চুরির সন্দেহ করে চলছিল। সূত্র আরও জানায়, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী যেহেতু প্রভাবশালী ও ক্ষমতাসীন তাই উপজেলার বিদ্যুৎ কর্মীরা নিরাপত্তার স্বার্থে উর্দ্ধতনদের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস