চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ৪৬টি সোনার বারসহ আরিফুল ইসলাম (৩০) নামে এক চোরাকাবারিকে আটক করেছে বিজিবি। তিনি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মনজুর আলী বিশ্বাসের ছেলে।
রোববার (২০ আগস্ট) দুপুরে সোনার বারসহ ওই চোরাকারবারিকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরাচালান হচ্ছে বলে খবর পায় বিজিবি। এরপর দুপুর ১২টার দিকে বিজিবির একটি টিম সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামে অভিযান চালায়। এসময় এক যুবক ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি আরও জানায়, আটক চোরাকারবারি আরিফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে কোনো চোরাচালান পণ্য নেই বলে জানান। পরে তার দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো বেল্টের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।
এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মো. দুলাল হক বাদী হয়ে থানায় মামলা করে আটক যুবককে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ