বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমিতে হাল চাষ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সোমবার বেলা ১১টায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিত্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের নাসির মিয়ার ছেলে। আহতদের মধ্যে রুবেলের বাবা নাসির মিয়া (৫৫) ও মা রোকেয়া বেগম (৪৫) এবং তার ছোট ভাইয়ের স্ত্রী আহেদা আক্তারকে (২২)কে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে একটি ধানি জমি নিয়ে চিত্না গ্রামের মজু মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নাসির মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া-শালিসও হয়েছে। সোমবার সকালে নাসিরের ছেলে রুবেল বিরোধপূর্ণ ওই জমিতে হাল চাষ করতে গেলে মজু মিয়ার লোকজন তার উপর হামলা চালায়। এসময় রুবেল মিয়াকে হাত, পা, ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।এসময় তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে আরো ১০জন মারাত্মক আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ৪জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান রুবেলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্র্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/জেএস