শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দিনভর ক্যাম্পাসের বটতলায় যুদ্ধ বিরোধী চিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শন, গণস্বাক্ষর ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

আয়োজকরা জানান, যুদ্ধের নৃশংসতা সম্পর্কে সবাইকে সচেতন করতে ও শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরোধী ও শান্তি বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের বটতলায় যুদ্ধ বিরোধী নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও নিজেদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন করেন।

এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার ছবিসহ বিভিন্ন যুদ্ধের তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে পৃথক একটি কর্নার করে সেখানে দুই দেশের মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতা, যুদ্ধের সূত্রপাত ও বর্তমান অবস্থা তুলে ধরেন।

kalerkantho

একইসঙ্গে সাদা কাপড়ের মন্তব্য বোর্ডে যুদ্ধ বিরোধী ও শান্তির প্রত্যাশা নিয়ে নানা মন্তব্য করেন শিক্ষার্থীরা। পাশাপাশি গণস্বাক্ষর ও গাছের সাথে কাগজে বানানো শান্তির প্রতীক পায়রা ঝুলিয়ে তাতে শান্তির প্রত্যাশামূলক নানা বাণী লিখেন শিক্ষার্থীরা।

kalerkantho

চিত্র প্রদর্শনী ছাড়াও দিনভর সাংস্কৃতি কার্যক্রমের মাধ্যমে যুদ্ধবিরোধী প্রচারণা চালিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। বটতলায় ‘শান্তি মঞ্চ’ নামক মঞ্চ বানিয়ে সেখানে উন্মুক্ত যুদ্ধবিরোধী গান, আবৃত্তি, বক্তৃতা ও অভিনয় পরিবেশন করেন তাঁরা। বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন জাহিদ ও এস এম শোয়েবের নির্দেশনায় বিভিন্ন বর্ষের অর্ধশত শিক্ষার্থী এ আয়োজন করেন।

বিভাগের সহকারী অধ্যাপক এস এম শোয়েব বলেন, শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরোধী মনোভাব গড়ে তোলা এবং তাদের মাঝে শান্তি ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। বিশ্বে যুদ্ধের পরিবর্তে শান্তি বিরাজ করুক এটাই আমাদের প্রত্যাশা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com