বাংলা৭১নিউজ, ঢাকা: সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের মধ্যে রাজধানী দামেস্কের কাছে গোতা এলাকায় যুক্তরাষ্ট্রের এক ট্রাক অস্ত্র আটক করেছে সিরীয় সেনাবাহিনী। অস্ত্রগুলো সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সিরিয়ার আল-মায়াদিন টিভি চ্যানেল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সন্ত্রাসীদের সরবরাহ করার জন্য জর্ডান সীমান্ত দিয়ে এসব মার্কিন অস্ত্র সিরিয়ায় প্রবেশ করেছে।
এদিকে সিরিয়ার সেনাবাহিনী লাতাকিয়া প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরা’র ১৩ সদস্যকে হত্যা করেছে। সন্ত্রাসীরা সেখানকার আল-সারাফ গ্রাম দখলের চেষ্টা চালালে সরকারি বাহিনী তাদের ওপর হামলা চালায়। এ সময় সিরিযার সেনারা তাকফিরিদের বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইদলিব প্রদেশের পূর্বাঞ্চলে জাবহাতুন নুসরা’র সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করেছে সিরীয় বাহিনী।
বাংলা৭১নিউজ/জেএস