যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বার্মিংহামের একটি মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আবদুর রহমান ময়ূম (৪৫) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৭)।
পাপিয়া বেগমে বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে এবং আবদুর রহমান ময়ুমের বাড়ি রাজনগর উপজেলার বিনয়শ্রী (কদমহাটা) গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশে বসবাসকারি নিহত পাপিয়া বেগমের ফুফাতো ভাই মো. আলাম।
তাদের স্বজনরা জানান, আব্দুর রহমান ময়ূম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন ব্যবসায়ী। মঙ্গলবার বার্মিংহাম এলাকার একটি বাড়িতে খাবার ডেলিভারি দিতে যান তারা। ডেলিভারি দিয়ে ঘরে ফেরার পথে তাদের গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হয়। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
এ খবর দেশে আসলে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। দেশের বাড়িতে আব্দুর রহমান ময়ূমের এক বড় ভাই বসবাস করেন।
বাংলা৭১নিউজ/সর