রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন, লাভলী আক্তার ওরফে প্রিয়া আক্তার, শিরিণা আক্তার ওরফে হালিমা, হাসনারা বেগম ওরফে নাছরিন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পাই কিছু ব্যক্তি যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর সময় ১০ হাজার ইয়াবাসহ মনির, লাভলী, শিরিণা, হাসনারাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ঢাকাসহ আশপাশ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করতো।
যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ