বাংলা৭১নিউজ, যশোর : যশোর শহরের জেলরোড বেলতলা এলাকায় রবিবার দিবাগত রাত ১২ টার দিকে বাসের ধাক্কায় নূরু (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় যাত্রী কচি (৩০) আহত হয়েছেন। হতাহতরা শহরের বারান্দিপাড়ার বাসিন্দা।
যশোরের কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি বাস ব্যাটারি চালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক নূরু মারা যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলা৭১নিউজ/সিএইস