যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ ধসে ১০ জন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে শহরের কারবালায় এ ঘটনা ঘটে।
আহতর ব্যক্তিরা হলেন- তরিকুল (৪৫), খোকন (৩০), শিমুল (২৮), মোমিনুর (২৭), আব্দুল হাই (২৮), ইলিয়াস (৪৫), আকিদুল (৩৫), হাফিজুর (৫০), ইমান আলী (৫০) এবং জিয়ারুল(৩৫)।
শ্রমিকরা জানান, কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এ সময় ছাদ ভেঙে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনাস্থলে দায়িত্বপালনকারী সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার নাহিদ মামুন বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়েছে কি না তা দেখা হচ্ছে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচবি