যমুনা ব্যাংক এবং ভারতের কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং অ্যাপোলো হসপিটালসের (ইস্টার্ন রিজিয়ন) সিইও রানা দাসগুপ্তা।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আতিকুর রহমান, হেড অফ করপোরেট মো. শহিদুল ইসলাম, হেড অফ ট্রেজারি মো. মেহেদি হাসান, হেড অফ কার্ড আদনান মাহমুদ আশরাফুজ্জামান, হেড অফ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মো. মুখলেছুর রহমান, হেড অফ এইচ আর আবুল ফয়সাল মান্নান, হেড অফ এনআরবি অ্যান্ড ব্যাংকিং অপারেশন মো. আবদুস সোবহানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় যমুনা ব্যাংকের কার্ড হোল্ডাররা অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের বিভিন্ন সেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা, বিমানবন্দরে পিক অ্যান্ড ড্রপ এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সুবিধা পাবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ