স্বর্ণ চোরাই চক্রের একটি চালান জব্দ করেছে ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা। রবিবার বেলা আড়াইটায় পোশাক খাতের যন্ত্রাংশের আড়ালে আসা ৯৬টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত ৯৬টি স্বর্ণের বার চীন থেকে গার্মেন্ট অ্যাকসেসরিজের আড়ালে অবৈধভাবে আমদানি করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১১ কেজি। মূল্য আট কোটি টাকা।
বাংলা৭১নিউজ/এসএম