বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

‘যদি সত্যিই ওখানে সেদিন যাওয়া হতো! আমি কি বেঁচে থাকতাম?’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। এরপর চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন।

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে যেদিন জঙ্গি হামলা হয়, সেদিন হলি আর্টিজানে তারও থাকার কথা ছিল বলে জানান জাহারা মিতু। 

মিতু তার ফেসবুকে এ নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। মিম লিখেন, ‘হলি আর্টিজানের একটি টেবিল সেদিন আমাদের নামে বুকিং ছিল। হলি আর্টিজানের ঘটনার দিন আমি ইসলাম গ্রুপে কর্মরত ছিলাম। ডেনমার্ক থেকে সেদিন বেস্টসেলার এর জেডিওয়াই ব্র্যান্ড ম্যানেজার পারনিল এবং ক্রিসটিন এসেছি ফ্যাক্টরি ভিজিট করতে।

একেতো রোজার মাস, তার উপর এতোগুলো ফ্লোরে ভিজিট এবং সারাদিন মিটিং করার পর শরীর আর চলছিল না। রোজায় ধরা যাকে বলে, আমার অবস্থা ঠিক যেন তাই। আমি, মার্চেন্ডাইজিং ম্যানেজার আমিনুর ভাই এবং বায়ার দুজন মিটিং শেষ করে আশুলিয়ার জামগড়া থেকে একটি প্রাইভেট কারে রওনা দিলাম গুলশানের উদ্দেশ্যে। গন্তব্য হলি আর্টিজান। আগে থেকেই আমাদের নামে টেবিল বুকিং দেওয়া ছিল। ওখানকার ফ্রেঞ্চ ব্রেড আমাদের ইউরোপীয়ান বায়ারদের খুব পছন্দের ছিল।’

তিনি আরো লিখেন, ‘কিছুদূর যাবার পর আমার পেটে ব্যথা শুরু হলো। আমিনুর ভাইয়ের কানে কানে বললাম, আজ আমার না গেলে হয় না? উনি বললেন, স্যার তো রাগ করতে পারে। দায়িত্ব তো আপনার।’

মিতু লিখেন, ‘জানিনা আমার সেই গলার স্বর পারনিল বুঝতে পেরেছিল কিনা, সে বললো আজ আর আমরা বাহিরে না বসি। হোটেল থেকেই কিছু একটা অর্ডার করে খেয়ে নিবো। সে যাত্রায় এভাবেই আমাদের রক্ষা। আমি নেমে গেলাম উত্তরা আমার বাসার সামনে। ইফতার করে, মোবাইল চার্জে দিয়ে নামাজ না পড়েই ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার ছোটবোন আমাকে জড়িয়ে ধরে চিল্লাপাল্লা শুরু করেছে।

এতোগুলো ফোন দেয়ার পরও ফোন ধরিনি কেন। ও ফিরছিল নিউমার্কেট থেকে। বনানীতে সব গাড়ি আটকে দেয়ায়, ও বনানী থেকে উত্তরা এসেছিল প্রচুর কষ্টে। আমি বাসায় নাকি গুলশান খোঁজ নেয়ার জন্য। আব্বু-আম্মু তখন চট্টগ্রাম থাকতো। আমি আর সেতু ঢাকায়।এখনও ভাবি যদি সত্যিই ওখানে সেদিন যাওয়া হতো! আমি কি বেঁচে থাকতাম? আমি আর আমিনুর ভাই দোয়া পড়ি, হয়তো দয়া করে ছেড়ে দিলেও দিতো, বায়ার দুজন কি বাঁচতো?’

এর পরে কোনো রেস্টুরেন্ট তার নিরাপদ মনে হয়না উল্লেখ্য করে মিতু লিখেন, ‘এই ঘটনার পর থেকে কোনো রেস্টুরেন্টে বসে থাকা আমার কাছে সেইফ মনে হয় না। আমি খুব আতঙ্কে থাকি রেস্টুরেন্টে গেলে, একটা মানসিক ট্রমা বলা যেতে পারে। এখন লিখতে অনেক সহজ লাগে, তখন কিভাবে দিনকাল কাটিয়েছি আমি জানি।

যেই ঘটনার প্রত্যক্ষ ছাপ আমার জীবনে রয়েছে, সেই ঘটনা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি অবশ্যই আমরা দেখতে চাই। ভালো লেগেছে ফারাজ এর মতন ন্যাশনাল হিরোকে নিয়ে যখন অন্য ইন্ডাস্ট্রি ছবি বানায়, তবে এটাও ভালো লাগবে যদি সেই সঙ্গে শনিবার বিকেল টাও আমরা দেখতে পারি। শনিবার বিকেল মুক্তি পাক, যদি কোনো সংশোধনের জায়গা থাকে, তবে সেটাও করা হোক।’

মিতু অভিনীত ‘জয়বাংলা’ সিনেমাটি গতবছরের শেষ শুক্রবার সারা দেশে মুক্তি পায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com