ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের ছলিমুদ্দিন (৫০), হাজেরা বেগম (৬০)।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৬৬ রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে করোনা পজেটিভ ৩৪। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭৭৫ নমুনা পরীক্ষা করে ২৬৬ জন শনাক্ত হয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএফ