বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

মৌলভীবাজারে শীতের আগমনে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি

মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী টেংরা বাজার। বাজারের ভিতর দিয়ে সরল রাস্তায় এক কিলোমিটার পার হলেই দেখা মিলে সবুজে মুড়ানো মাথিউড়া চা বাগান। সরু পথ দিয়ে যেতে দু’পাশেই নজরকাড়া পাতাকুঁড়ির ইশারায় মন ভরে যায়। আরো একটু এগিয়ে গেলে দেখা যাবে নিবির ছায়ায় দাঁড়িয়ে আছে সারি সারি রাবার গাছ।

শীত আসলে এখানে পর্যটকরা আসেন সবুজ টিলার নিচে পাহাড়ি ঢলের সৃষ্টি লেক দেখতে। কচুরিপানা শাপলাসহ আছে নানা জাতের জলজ উদ্ভিদ। এখানে খাদ্য ও নিরাপত্তা থাকায় ভালবাসার টানে বার বার ফিরে আসে পরিযায়ীরা। শীত দেরীতে নামায় এবার যদিও পরিযায়ী পাখির উপস্থিতি অনেকটা কম। 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের লোকজন পরিযায়ীদের আপন করে নিয়েছে। তাই আবারও ফিরে আসছে পরিযায়ীরা। তবে শীত দেরীতে নামায় পাখি প্রেমীরা জানান বিগত বছরের তুলনায় এবার অনেকটা কম এসেছে। ওরা শীতে আসে, গরমে চলে যায় বলে এদের আদর করে বলা হয় অতিথি পাখি। 

এই লেকে ২-৩ বছর ধরে পরিযায়ী পাখি সরালি, বালি হাঁস, দেশীয় পানকৌরী ও সাদা বক আসে। বাগানের বাসিন্দারা পাখিগুলোর সাথে আত্মীয়র মতোই আচরণ করেন। তারা কখনো ফরিযায়ীদের ক্ষতি হোক এমন কাজ করেন না। সব সময় দেখবাল করেন। শিকারিদের হাত থেকে রক্ষার জন্য বাগান কর্তৃপক্ষ খেয়ালী ভূমিকা রাখেন।

সকাল দুপুর বিকেলে পাখির উড়াউড়ি আর জল খেলিতে মুগ্ধ হন বেড়াতে আসা পর্যটকরা। অনেকেই ছবি তুলেন আবার কেউ পাখির উড়াউড়ির দৃশ্য ভিডিও ধারণ করে নেন। বাগানে বেড়াতে আসা কামরান আহমদ বলেন, “সবুজ বাগানের ভিতর লেকের পারে বসে পাখির দৃশ্য আর কিচিরমিচির শব্দ খুবই ভালো লাগে।” 

রাজনগর উপজেলার পরিবেশ কর্মি মুরাদ আহমদ বলেন, “একটু উষ্ণতার জন্য পরিযায়ীরা সুদূর সাইবেরিয়া ও মধ্য এশিয়া এবং হিমালয়ের পাদদেশ থেকে বাংলাদেশে আসে। এদের মধ্যে রয়েছে বালিহাঁস, কালিম, চখাচখি, শামুকখোলসহ আরো নাম না জানা অনেক পাখি। পাখিদের নিরাপত্তা দিলে আমাদের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর হয়ে উঠবে।” 

সিলেট থেকে বেড়াতে আসা মোহাইমিনুল ইসলাম বলেন, “শীত আসলে সিলেটের হাওর-বাওর জলাশয় ও ডুবায় পরিযায়ীদের আগমন ঘটে। হাসঁ জাতীয় সরালি পাখির আগমন বেশী ঘটে। এদের কিচিরমিচির ডাকে এলাকা মুখরিত হয়ে উঠে। পাখিদের নিরাপত্তা দিলে এরা বার বার আসে। এখানে এসে খুব ভালো লেগেছে।”

বাগানের বাসিন্দা দিপু বলেন, “সকালে পাখির কিচিরমিচির ডাকে আমরা ঘুম থেকে জাগি। পাখি খুবই স্পর্শকাতর, তারা বুঝতে পারে কে তাদের ক্ষতি করে। পাখিদের সাথে খারাফ আচরণ করলে নীরবে চলে যায়। বেশী বিরক্ত করলে দুরে চলে যায়। ৪-৫ দিন পর আবার চলে আসে। অতিরিক্ত বিরক্ত হলে আর আসে না।” 

নাম প্রকাশে অনিচ্ছুক বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, “আমরা পাখিদের নিরাপত্তার জন্য শ্রমিকদের সচেতন করি। প্রাকৃতিক পরিবেশে পরিযায়ীদের উপস্থিতি বৈচিত্র্যময়। সীমাবদ্ধতার জন্য পর্যটকদের ব্যাপকহারে আনাগোনার সুযোগ দেওয়া যায় না।” 

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী কর্মকর্তা গোলাম সরওয়ার বলেন, “পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। চলতি বছর শীতের তারতম্য থাকায় একটু দেরীতে পাখি আসবে। শীতের তীব্রতা বাড়লে আরও বেশি পাখি আসবে। এখনো আমরা পাখি পর্যবেক্ষণের কাজ শুরু করিনি। এলাকাবাসীকে আরো সচেতন করার জন্য আমরা সেখানে যাবো।”

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com