দূর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট টিম পানি উন্নয়ন বোর্ড, বড়লেখা, মৌলভীবাজার-এর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
সুনাই নদী ও দর্শনা নদী খনন ও বাঁধ নির্মাণ কাজের প্রস্থ এবং গভীরতা নীতিমালা অনুসরণ না করার অভিযোগে দুদক, সজেকা-হবিগঞ্জ এর উপপরিচালক এরশাদ মিয়ার নেতৃত্ব আজ বুধবার এই অভিযান পরিচালনা করা হয়।
দুদক টিম সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিমকে অভিযোগ সম্পর্কে জানান যে, এখন বর্ষাকাল বিধায় কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। নদীর পানি বৃদ্ধি ফলে দুদক টিমের পক্ষে এখন কাজের পরিমাপ করা সম্ভব হয়নি।
ঠিকাদার জানায় শুষ্ক মৌসুমে প্রকল্পের মেয়াদের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করা হবে। প্রকল্পে ৩০ ভাগ অর্থ প্রদান করা হয়েছে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়া সাপেক্ষে পরবর্তী বিল পরিশোধের জন্য দুদক টিম নির্দেশনা প্রদান করেছে।
প্রয়োজনে দুদক টিম পুনরায় অভিযান পরিচালনা করবে বলে তাদের সতর্ক করা হয়েছে। অভিযান প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।
বাংলা৭১নিউজ/এএস