ঈদুল ফিতরের প্রধান নামাজ মঙ্গলবার (৩ মে)সকাল সারে ৭ টায় পৌর ঈদগায় অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও অনেক মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন মুসলিম জনগোষ্ঠী।
করোনা মহামারির প্রেক্ষাপটে দু বছর নানা বিধিনিষেধে আটকা ছিল ঈদ উদযাপন। এবার সেই বাধা কেটেছে যাওয়ায় পূর্ণ উদ্যোগে উদযাপনের উৎসব হয়ে এলো এবারের ঈদুল ফিতর।
ছোট-বড়, ধনী-গরিব সবাই দাঁড়িয়েছেন এক কাতারে। নামাজ শেষে একে অপরের সঙ্গে নির্ভয়ে কোলাকুলি করেছেন। গেল দুবছরের ঈদে করোনা সংক্রমণের আশঙ্কায় ঈদের এই অন্যতম রীতি এড়িয়েই গিয়েছিলেন মুসল্লিরা।
বাংলা৭১নিউজ/এসএস