বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: দুই বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে মো. আবদুল জাব্বারের (৪০) ড্রাইভিং লাইসেন্স। সেই লাইসেন্স দিয়েই বাস চালাচ্ছিলেন তিনি। এ দায়ে ওই চালককে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ অক্টোবর) নগরের অক্সিজেন মোড়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
দণ্ডপ্রাপ্ত আবদুল জাব্বার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মো. ইউনুস খানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, চালক আবদুল জাব্বার মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে ৩ নম্বর রুটের বাস (চট্ট-মেট্রো-ছ-১১-১৪৩৭) চালাচ্ছিলেন। ওই চালককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, রুট পারমিট এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর দায়ে সাত বাস মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলা৭১নিউজ/এসআর