বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় চারদিক নদীঘেরা। কিন্তু এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে মাত্র ৪০ ফুটের সংযোগ সড়ক বদলে দিয়েছে মেঘনাবাসীর জীবনমান।
প্রথমবারের মতো চালু হয়েছে বাস সার্ভিস। মঙ্গলবার মেঘনা থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। মেঘনা সুপার সার্ভিস নামে ১০টি মিনিবাস সেবা প্রদান করবে।
মেঘনা ইউএনও আফরোজা পারভীনের সভাপতিত্বে বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এমএস