শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

মৃত্যু ছাপিয়ে বাড়ছে নিখোঁজ, দিল্লিতে নিহত বেড়ে ৪২ : দেখা নেই নেতাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: সাজিদ রহমানের শরীর কাঁপছে। একটু পরেই ডেডবডি চিহ্নিত করার জন্য তাঁকে ডাকা হবে। জিটিবি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে সাজিদ। তিনদিন ধরে এভাবেই প্রত্যেকবার তাঁর শরীর কেঁপে ওঠে। দিল্লির একের পর এক হাসপাতালে যাচ্ছেন। মর্গে নিয়ে গিয়ে তাঁকে দেখানো হচ্ছে অজ্ঞাতপরিচয় মৃতদেহ। বলা হচ্ছে, এই কি তোমার ভাইপো? দেখে বলো! কান্না চেপে সাজিদ নতুন নতুন মৃতদেহ দেখছেন, জামা কাপড় চেনার চেষ্টা করছেন, ভা‌ইপো মহসিনের হাতের বালা আছে কিনা দেখছেন। কিন্তু খোঁজ পাচ্ছেন না কিছুতেই।

মহসিন নেই কোনও হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। কোনও মর্গে। গত চারদিন ধরেই গভীর রাতে বাড়ি ফিরছেন সাজিদ রহমান। যাতে তবাসুমের মুখোমুখি হতে না হয়। কিছু প্রশ্ন করতে না পারে। ১৯ বছরের তবাসুম সাজিদের ভাইপো মহসিনের দু’মাসের বিয়ে হওয়া স্ত্রী। এবং এক মাসের গর্ভবতী। সোমবার কারওয়াল নগরের বাড়ি থেকে বেরিয়ে যমুনা বিহারে গিয়েছিল মহসিন। মহসিনের জেনারেটরের দোকান। ফেরার পথে দুপুর তিনটে নাগাদ শেষবার স্ত্রীকে ফোনে বলেছিল আসছি, এসে খাব। আসেনি আর।

তবাসুমকে সাজিদ হাসপাতাল থেকে ফোন করে বলছেন, এখানেও ডেডবডি নেই, তার মানে মারা যায়নি। কাঁদিস না। বেঁচে আছে মহসিন। জিটিবি হাসপাতালের মর্গের সামনে চোখে জল নিয়ে সাজিদ বললেন, তবাসুমকে বলছি, কিন্তু জানি আর পাওয়া যাবে না। যে নারকীয় হত্যালীলা হয়েছে, পাওয়া যেতে পারে না। তাই বলে লাশটাও পাব না? তারপরই সাজিদ ঢুকলেন নতুন মৃতদেহ দেখতে। পাঁচ মিনিট পর বেরিয়ে শুধু মাথা নাড়লেন। গোটা শরীর ছাই। চেনা যায় না। মাটিতে বসে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। সব হাসপাতাল তো শেষ! কোথায় সে? কাহা গয়ে রে মহসিন…!

দিল্লিতে মৃত্যু বেড়ে ৪২ হয়েছে। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিখোঁজের সংখ্যা। থানায় থানায় হেল্পলাইন খোলা হয়েছে নিখোঁজের তালিকা তৈরির জন্য। অসহায় মানুষ হাসপাতাল থেকে থানায় ছুটে বেড়াচ্ছেন হারানো স্বজনের খোঁজে। পাঁচদিন কেটে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীদের এখনও দেখা গেল না উপদ্রুত এলাকায়। রাহুল গান্ধী বিদেশে। কংগ্রেসের শান্তিমিছিল আর আম আদমি পার্টির অবস্থান বিক্ষোভ সবই নিরাপদ রাজঘাটেই শেষ। অসহায় মানুষের ভরসা একে অন্যের প্রতিবেশিরাই। আছে শুধু শ্মশানে যাওয়া, আর কবরস্তানে হাঁটা।

ছবি আছে আপনার কাছে? শাবানার কাছে জানতে চা‌ই঩লেন সাব ইন্সপেক্টর সুধীর রঞ্জন। জিটিবি হাসপাতালের মর্গের উল্টোদিকে নিখোঁজ তালিকা তৈরির তাঁবু তৈরি হয়েছে। দীর্ঘ লাইন। শাবানা চিন্তা করছেন স্বামী ফিরোজ আহমেদের কোনও ছবি আছে কি না। পাশে থাকা দেওর বললেন, ঈদের ছবি ছিল না? কালো বাক্সে আছে মনে হয়! হাঁটছেন শাবানা। সফদরজঙ্গ হাসপাতাল, ট্রমা সেন্টার, এলএনজিপি সর্বত্র। ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাদের বিল্ডিংয়ে ঢুকে প্রতিটি ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে ভিতরে আগুনের বোতল ছুঁড়ে দেওয়া হয়েছিল। তিনতলা থেকে দোপাট্টা দিয়ে নামিয়ে দিয়েছিলেন ছেলেমেয়ে আর স্ত্রীকে। তারপরই তিনি জানালা দিয়ে ঝাঁপ দেন। সেই শেষ দেখা। ফেরেনি ফিরোজ। শাবানা নাম লেখাচ্ছেন স্বামীর, গলি নম্বর সাত, কালিঘাটা…। স্যার, খুঁজে দিন। নয়তো আমাদের কী হবে বলুন! শাবানার হাহাকার মিশে গেল নিখোঁজ তালিকার রেজিস্টারে।

জামিমা বেগম বললেন, সবজি বিক্রি করে ছেলেমেয়েদের মানুষ করেছি জানেন। ছেলেটা কাছে থাকে না রোজ। চাচার বাড়িতে থাকে। দিনমজুরের কাজ করে। যেদিন কাজ পায় না সেদিন আমার কাছে আসে। ২২ বছরের মনিসের মা জামিমা বেগম। মনিস নিখোঁজ। জামিমা খুঁজছেন ছেলেকে। আমরা কোথায় যাব বলুন তো! লোনিতে গেলে বলছে কারওয়াল নগর যান। এলএনজিপি বলছে জিটিবিতে যাও।

সন্ধ্যা হচ্ছে, জামিমা আর থাকতে পারবেন না। ফিরতে হবে। কেন? এত তাড়া কিসের? আবার কাল অন্য হাসপাতালে, অন্য কোনও মর্গে। দুই বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি। যদি অসুস্থ হয়ে যায়? অসুস্থ হবে কেন? আলমারির মধ্যে বাচ্চাদের ঢুকিয়ে জামাকাপড়ের আড়ালে রেখে আসছি রোজ। ওখানেই খাবারও দিয়ে আসছি। যদি আবার হামলা করে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে বুঝলাম, কতটা আতঙ্ক দিল্লিতে! হ্যাঁ, এতটাই!

বাংলা৭১নিউজ/সূত্র: দৈনিক বর্তমান অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com