রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

মুসলিম ছেলেকে বিয়ে নিয়ে চর্চা: সোনাক্ষীর বাবা বললেন, ‘খামোশ’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল— ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। এবার গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। আগামী ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই যুগল।

সোনাক্ষী-জহিরের বিয়ে নিয়ে বিস্তর চর্চা চলছে নেট দুনিয়ায়। ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করেছিল, মুসলিম ছেলেকে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন সোনাক্ষীর বাবা-মা ও ভাই। যার ফলে, সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকবেন না তারা। কিন্তু এসবই উড়িয়ে দিলেন সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন। বরং মেয়েকে নিয়ে চর্চাকারীদের উদ্দেশ্যে বললেন— ‘খামোশ’।

সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকবেন তার বাবা শত্রুঘ্ন। জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বরেণ্য এই অভিনেতা বলেন, ‘আমাকে বলুন, এটি কার জীবন? এটি আমার একমাত্র কন্যা সোনাক্ষীর জীবন, যাকে নিয়ে আমি অত্যন্ত গর্ব বোধ করি। সে আমাকে তার শক্তির স্তম্ভ মনে করে। অবশ্যই আমি তার বিয়েতে উপস্থিত থাকব।’

মেয়ের জামাই হিসেবে জহির ইকবালকে পছন্দ শত্রুঘ্নর। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি মুম্বাইয়ে ছিলাম। এখানে আমি তার কেবল শক্তির স্তম্ভই নই, আমি তার বর্মও। সোনাক্ষী-জহির একসঙ্গে জীবন কাটাতে চায়; তাদের একসঙ্গে দারুণ মানিয়েছে।’

যারা সোনাক্ষীর বিয়ে নিয়ে নানা ধরনের চর্চা করছেন, তাদের সতর্ক করে দিয়ে শত্রুঘ্ন বলেন, “আমি আমার সিগনেচার সংলাপ ‘খামোশ’ দিয়ে তাদের সতর্ক করতে চাই। এটা আপনাদের বিষয় নয়, আপনারা আপনাদের কাজে মন দিন।”

এর আগে জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ‘খামোশ’খ্যাত অভিনেতা শত্রুঘ্ন বলেছিলেন, ‘আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব।’

সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com