ভারতের মুম্বাই শহরে একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চারজন। মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের সমৃদ্ধি হাইওয়ের কাছে শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১০ জন হতাহত হয়েছেন।
স্থানীয় সময় রাত ১১টার দিকে একটি গাড়ি তেল নেওয়ার পর ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করে এবং নাগপুর থেকে মুম্বাইগামী অপর একটি গাড়িকে তীব্র গতিতে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বেশ কিছু ফুটেজে দেখা গেছে যে, হাইওয়ের ওপরে নিহতদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সমৃদ্ধি হাইওয়ে পুলিশ এবং জালনা থানার পুলিশ। দুর্ঘটনার শিকার গাড়িগুলোকে ঘটনাস্থল থেকে সরানোর জন্য একটি ক্রেন পাঠানো হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ