রবিবার, ১৬ জুন ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২ ঈদে বন্দিদের জন্য থাকছে উন্নত খাবারের ব্যবস্থা ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি ঢাকায় কখন কোথায় ঈদ জামাত ভাটারায় রান্নাঘরে বিস্ফোরণ একে একে নিভে গেল চার প্রাণ

মুখ খুললেন বব ডিলান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৬৮ বার পড়া হয়েছে
মার্কিন সংগীতশিল্পী বব ডিলান

বাংলা৭১নিউজ, ডেস্ক : অবশেষে নোবেল পুরস্কার নিয়ে মুখ খুললেন মার্কিন সংগীতশিল্পী বব ডিলান।

সাহিত্যে তাকে দেওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বব ডিলান।

শুক্রবার নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাহিত্যে নোবেল পেয়ে বব ডিলান ‘বাকরুদ্ধ’ হয়ে গিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, বব ডিলান সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিয়ুসকে ফোন করে বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার খবরে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য খুবই সম্মানের।’

তবে ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে বব ডিলান উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নোবেল ফাউন্ডেশন।

তবে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বব ডিলান বলেছেন, সম্ভব হলে তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে আগ্রহী।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না- ডেইলি টেলিগ্রাফের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। যদি সেটি সম্ভব হয়। এ (নোবেল) পুরস্কার অবিশ্বাস্য ও বিস্ময়কর। সত্যিই বিশ্বাস করা কঠিন। এ ধরনের কোনো কিছু কে কল্পনা করতে পারে?’

গত ১৩ অক্টোবর এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। ‘আমেরিকান গীত ঐতিহ্যে কাব্যিক বহিঃপ্রকাশ সংযোজন’ এর জন্য তার নাম এ পুরস্কারের জন্য ঘোষণা করা হয়।

তবে পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বব ডিলান মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তাই নোবেল পুরস্কার গ্রহণ করবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, বব ডিলান হয়তো নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।

এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির এক সদস্য বলেন, ‘বব ডিলানের নীরবতা অভদ্রোচিত ও ঔদ্ধত্যপূর্ণ।’

তথ্যসূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com