বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির দল খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগির কর্মসূচি: ফখরুল ‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন : বিআরটিএ প্যানারমিক সানরুফসহ যেসব সুবিধা থাকছে নতুন মাহিন্দ্রা থারে গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর উপকূলে নাজুক বেড়িবাঁধ যেন মরণ ফাঁদ রাষ্ট্রপতির সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ বিকাশে সম্মানী পাবেন ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মীরা গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো : মির্জা ফখরুল ২৭ জুন পদ্মা সেতুর ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর : সেতুমন্ত্রী ‘সামাজিক বিচারের মাধ্যমে মামলা কমিয়ে আনা সম্ভব’ যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্টজন: রিজভী গাজায় ইসরায়েলি হামলায় হামাস প্রধানের বোনসহ নিহত ১০ সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত স্বাস্থ্যের ১৩ প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

মুখ খুললেন বব ডিলান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৬৯ বার পড়া হয়েছে
মার্কিন সংগীতশিল্পী বব ডিলান

বাংলা৭১নিউজ, ডেস্ক : অবশেষে নোবেল পুরস্কার নিয়ে মুখ খুললেন মার্কিন সংগীতশিল্পী বব ডিলান।

সাহিত্যে তাকে দেওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বব ডিলান।

শুক্রবার নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাহিত্যে নোবেল পেয়ে বব ডিলান ‘বাকরুদ্ধ’ হয়ে গিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, বব ডিলান সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিয়ুসকে ফোন করে বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার খবরে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য খুবই সম্মানের।’

তবে ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে বব ডিলান উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নোবেল ফাউন্ডেশন।

তবে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বব ডিলান বলেছেন, সম্ভব হলে তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে আগ্রহী।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না- ডেইলি টেলিগ্রাফের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। যদি সেটি সম্ভব হয়। এ (নোবেল) পুরস্কার অবিশ্বাস্য ও বিস্ময়কর। সত্যিই বিশ্বাস করা কঠিন। এ ধরনের কোনো কিছু কে কল্পনা করতে পারে?’

গত ১৩ অক্টোবর এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। ‘আমেরিকান গীত ঐতিহ্যে কাব্যিক বহিঃপ্রকাশ সংযোজন’ এর জন্য তার নাম এ পুরস্কারের জন্য ঘোষণা করা হয়।

তবে পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বব ডিলান মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তাই নোবেল পুরস্কার গ্রহণ করবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, বব ডিলান হয়তো নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।

এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির এক সদস্য বলেন, ‘বব ডিলানের নীরবতা অভদ্রোচিত ও ঔদ্ধত্যপূর্ণ।’

তথ্যসূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com