বাংলা৭১নিউজ, ঢাকা:আজ শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।
ছবিটি প্রসঙ্গে তুষি বলেন, ‘আইসক্রিম খুব কালারফুল। আইসক্রিমকে ঠিকঠাক রাখতে চাইলে টেম্পারেচারটা মেইনটেইন করতে হয়। তা নাহলে গলে যায়। আমাদের সম্পর্কগুলো ঠিক তেমনই। ঠিকমতো কেয়ার করতে হয়। না হলে সম্পর্ক থাকে না।’
এ বিষয়টি মাথায় রেখেই নামটি ‘আইসক্রিম’। তুষি ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন রাজ, উদয়, এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানীসহ আরো অনেকে।
এদিকে ‘আইসক্রিম ছাড়াও সারাদেশে মুক্তি পাচ্ছে ‘বাজে ছেলে: দ্য লোফার’ ছবিটি। ছবিতে অভিনয় করেছেন দিপালী, বাপ্পি, আরশি, পত্রালী, বিপাশা, মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমুখ। পরিচালনা করেছেন সোহেল বাবু।
এ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও আহাম্মেদ হুমায়ন।
বাংলা৭১নিউজ /সি