বাংলা৭১নিউজ, ডেস্ক: মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং এলাকায় চিন্ডউইন নদীতে শনিবার একটি ফেরি ডুবে কমপক্ষে চার জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন।
সরকারি গণমাধ্যমের খবরে রোববার বলা হয়েছে, হোমিলিন থেকে মনিওয়া যাওয়ার পথে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ফেরিটি ডুবে যায়। এ সময় ফেরিতে প্রায় ৩শ’ যাত্রী ছিলো।
খবরে বলা হয়, জীবিতদের নদী থেকে তীরে তুলে আনা হয়। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
বাংলা৭১নিউজ/এন