বাংলা৭১নিউজ, মির্জাপুর (টাঙ্গাইলের) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার মো.শামসুজ্জামানের কার্যালয়ে বিকেল পাঁচটা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।
চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন চেয়ারম্যন পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, মো. মোস্তফা, রুপা রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, সাবেক আহবায়ক সেলিম সিকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে মির্জাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালমা সালাম উর্মি ও উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না।
উল্লেখ, আগামী ৩১ মার্চ মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/এসই