বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

মালয়েশিয়ায় বৈধতা পেলেন ১ লাখ ১৪ হাজার অভিবাসী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে নিবন্ধিত হয়েছেন সাত লাখ ১২ হাজার ৪৩৫ জন অভিবাসী। এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১২১টি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেস) অনুমোদন করা হয়েছে। তবে কতজন বাংলাদেশি এ প্রক্রিয়ায় বৈধ কিংবা দেশে ফিরতে নিবন্ধন করেছেন তা এখনো জানা যায়নি।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৯০৭ জন। আর ৪ লাখ ১৮ হাজার ৫২৮ জন অভিবাসী বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।

১৩ জুলাই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, রিটার্ন রিক্যালিব্রেশনের মাধ্যমে অভিবাসন বিভাগ মোট ২ লাখ ৫৫ হাজার ১১১ জন অবৈধ অভিবাসী তাদের নিজ দেশে ফিরেছে। আর এ খাতে সরকার ১৪ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৬০০ রিঙ্গিত রাজস্ব সংগ্রহ করেছে।

jagonews24

এছাড়া লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে মোট তিন লাখ ৩৫ হাজার ২৭৬ অবৈধ অভিবাসী ইমিগ্রেশন বিভাগে যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য থেকে তিন হাজার ৯০০ জন ব্যর্থ হয়েছেন, অন্যান্য বিষয়গুলোর মধ্যে, তাদের সন্দেহজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

হামজাহ বলেন, মোট ১ লাখ ১৪ হাজার ১২১টি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেস) ইমিগ্রেশন ডিপার্টমেন্ট লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। এ থেকে ‘সরকার ২০ কোটি ৯২ লাখ ৬২ হাজার রিঙ্গিতের নিরাপত্তা আমানত সংগ্রহ করেছে। পুনঃনির্মাণ ফি, শুল্ক, পাস, ভিসা ও প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব সংগ্রহ করেছে, যার পরিমাণ ৩৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার রিঙ্গিত।

jagonews24

এদিকে পররাষ্ট্রমন্ত্রী, নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়েছেন নিবন্ধিত বিদেশি কর্মীদের অপব্যবহার না করার জন্য। উদাহরণ স্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মীরা যদি রেস্তোরাঁয় চাকরির জন্য নিবন্ধন করে, তাহলে তারা অন্য সেক্টরে সেবা দিতে পারবে না। এ ছাড়া মন্ত্রণালয় দেশে বিদেশি কর্মীদের উপস্থিতির পাশাপাশি তাদের অর্জিত বেতন ট্র্যাক করার জন্য একটি ই-লকার প্রোগ্রামও বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com