বাংলা৭১নিউজ,ঢাকা : বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মার্কিন কংগ্রেসম্যানকে অবহিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
রিপাবলিকান দলের কংগ্রেসম্যান চার্লস ডব্লিউ বুস্তানি জুনিয়রের সঙ্গে স্থানীয় সময় শুক্রবার সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন তিনি।
দূতাবাসের মিনিস্টারের (প্রেস) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কংগ্রেসম্যানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।
বাংলা৭১নিউজ/সিএইস