সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জিনেক্সের সিইও মোহাম্মদ মাসুদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রেটি ক্রিকেটে মারামারির ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গতকাল আমাদের ভুল হয়েছিল, আমরা কয়েকজন সাপোর্টারকে জার্সি দিয়েছিলাম। যার কারণে কিছু লোক খেলার মধ্যে তারকাদের সঙ্গে মিশে গিয়েছিল। এজন্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
তিনি বলেন, আমারা মিডিয়ার সিনিয়রদের সঙ্গে বসেছি। গতকালের ঘঠনার ফুটেজ দেখেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ